দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ ৯৮১ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটির ১৫৬, ঢাকা বিভাগে ১৯৭, চট্টগ্রামে ১৪৩, খুলনায় ১৩২, ময়মনসিংহে ২৫, বরিশালে ৮৮, রংপুরে ১৯, রাজশাহীতে ২১ ও সিলেটে ৫।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২৪ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৬৮ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।