এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করায় ৫৩ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

এর আগে আজ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে আমি কে, ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন। তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তবুও কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে থাকলে তাদের আটক করেন তারা।