লন্ডনে আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় মানহানির অভিযোগে ঢাকার আদালতে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘদিন সাক্ষী না আসায় আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ খালাসের রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অপর চারজন হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে এ মামলা করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আমরা মামলাটি খারিজের আবেদন করি। আদালত মামলাটি খারিজ করে খালাসের রায় দিয়েছেন।’
এর আগে গত ২২ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ঘোষণা দেওয়ার অভিযোগের মামলায় সাইবার ট্রাইব্যুনাল তারেক রহমানকে অব্যাহতি দেন। এছাড়া সম্প্রতি নোয়াখালীতে দায়ের হওয়া দুটি রাষ্ট্রদ্রোহ মামলা এবং হবিগঞ্জে ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান।