রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করতে হবে। এ সময় এই অঞ্চলে মধ্যস্থতা প্রচেষ্টা পুনরায় শুরু করার জন্য মিডল ইস্ট কোয়ার্টেটকে পুনরায় সক্রিয় করার আহ্বান জানান তিনি।
মস্কোতে ব্রিকস মিডিয়া ম্যানেজারদের সাথে বৈঠককালে পুতিন বলেন, ‘ফিলিস্তিন সমস্যার প্রাথমিক সমাধান হলো একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রাশিয়া সোভিয়েত আমল থেকেই এই সমাধানের কথা বলে আসছে।
বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতে মধ্যস্থতা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য জাতিসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াসহ আন্তর্জাতিক পক্ষগুলোর সম্মিলিত উদ্যোগে মিডল ইস্ট কোয়ার্টেটকে পুনরায় সক্রিয় করার উপর জোর দেন তিনি।
পুতিন বলেন, ‘কোয়ার্টেটকে ব্যাহত করা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চূড়ান্ত ভুল। নয়তো এর মাধ্যমে সবার মাঝে সমন্বয় করা সহজ হতো। এখন মার্কিন যুক্তরাষ্ট্রই কেবল শান্তি প্রচেষ্টার জন্য এককভাবে দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু এক্ষেত্রে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর