টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘যে কাজ করে ভুল তারই হয়, যে কাজ করেনা তার ভুল হয়না। ফারুক ভুল করেছে কি না তা একমাত্র আল্লাহই জানেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ফজলুর রহমান ফারুককে আপনারা ক্ষমা করে দেবেন।’

আজ শনিবার বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় সামাজিক গোরস্থান মাঠে ফারুকের জানাজায় যোগ দিয়ে লতিফ সিদ্দিকী এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতিতে ফজলুর রহমান ফারুকের পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইলের গণমানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমি বন্ধু ফারুকের জন্য সকলের কাছে নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি। মানুষ ভুল করে, আমিও ভুল করি, যদি মনুষত্ব থাকে তাহলে তাকে নিঃস্বার্থে ক্ষমা করে দিন।’

এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে টাঙ্গাইল শহরের থানাপাড়ার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান খান ফারুক। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।