রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই কমিশন গঠন করা হয়।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

চারটি সংস্কার কমিশনের মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনে সুলতান উদ্দীন আহমেদ এবং নারীবিষয়ক সংস্কার কমিশনকে শিরীন পারভীন হককে প্রধান করা হয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে বলে জানানো হয়।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

এর মধ্যে নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে, পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব সফর রাজ হোসেনকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুদক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে আর অধ্যাপক আলী রীয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে।