পাবনার আতাইকুলা এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে র‌্যাব ৪ হত্যা মামলার পলাতক আসামী গোলাম রব্বানীকে (৪৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী ওই এলাকার পূর্ব বনগ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা জানান, গ্রেপ্তারকৃত আসামী গোলাম রব্বানী ৪ টি হত্যা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে আতাইকুলা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।