চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। আজ সোমবার বিকেলে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব ইকোনমিক সায়েন্স তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোকীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলে তা গবেষণায় অবদান রেখেছেন এই তিন গবেষক।

গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯০১ সাল থেকে পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রথমে নোবেল পুরস্কারের জন্য অর্থনীতির নাম উল্লেখ ছিল না। ১৯৬৯ সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।