দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১, ঢাকা বিভাগে ১১১, বরিশালে ৩২, চট্টগ্রামে ৫৭, খুলনায় ৭১, রাজশাহীতে ২৩, ময়মনসিংহে ২০, রংপুরে ১৭ ও সিলেটে ১।

ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।