গাজীপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তার লাশ বাড়ির পার্শ্ববর্তী চিলাই বিল থেকে উদ্ধার করেন স্বজনরা। নিহত রুবেল মোড়ল (২৯) সদর উপজেলার জয়দেবপুর থানাধীন দিগধা গ্রামের সিরাজুল হক মোড়লের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পার্শ্ববর্তী চিলাই বিলে যান রুবেল। এসময় ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হয়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর ওই বিল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের বাম কান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, বিকট শব্দে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।