গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার। বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, তার বাড়ি শ্রীপুর উপজেলার বরমী গ্রামে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে তিনিসহ আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যান। এসময় হঠাৎ তাদের উপর আক্রমন করে বিএনপি নেতা শাহজাহান ফকির ও তার দুই ভাই এবং তার ছেলে। হামলাকারীরা বৃদ্ধ মোস্তফা ফকিরকে (৭০) বেধড়ক মারধর করে। প্রতিবাদ করলে শাহজাহান ফকির তার ছেলে ও ভাতিজাসহ সন্ত্রাসী লোকজন নিয়ে দেশী অস্ত্র দা, ছুরি, বল্লম দিয়ে তার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। পরদিন সকালে তার বাজারের দোকানগুলো দখল করে নেয়। বরমীতে বসবাস করলে কুপিয়ে হত্যা করবে তারা হুমকি দেয়। এরপর থেকে ভয়ে তিনি পরিবার নিয়ে বাড়ি ছাড়া।

সম্মেলনে শাহজাহান ফকিরের বিরুদ্ধে বালুর ঘাট দখল, জমিদখল, হয়রানীমূলক চাঁদাবাজী, মসজিদ, মাদরাসা, স্কুল ও কলেজের সভাপতি হয়ে চাঁদাবাজীর অভিযোগ এনে তিনি আরও বলেন, এসব বিষয় জানিয়ে বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পরিবার নিয়ে বাড়িতে ফিরতে চাই। এর জন্য বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সহয়তা ও হস্তক্ষেপ কামনা করেন।

গাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল বারী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
বিএনপি সভাপতি শাহজাহান ফকির তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। অভিযোগকারীদের সঙ্গে আমার জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি।