জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মীর আবদুস সবুর আসুদ।
এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, মো. হেলাল উদ্দিন, এমএ সোবহান, দ্বীন ইসলাম শেখ প্রমুখ।
এ সময় মীর আব্দুস সবুর আসুদ বলেন, একটি চক্র ঘোলাপানিতে মাছ শিকার করতে জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসাবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। যে ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলা-মামলার শিকার হয়ে জেল খেটেছে। সেই আন্দোলনের হত্যা মামলায় জাতীয় পার্টি চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে। এরচেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।