খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির আয়োজনে চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগীতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সার্বজনীন ভাবে পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ও উপজেলার চলমান দূর্গাপূজা মন্ডপ কাজ পরিদর্শন করেন লোগাং বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভুইয়া, পিএসসি।
৭ অক্টোবর (সোমবার) দুপুরে সাওতাল পাড়া লোকনাথ সেবা আশ্রম ,পানছড়ি বাজার দেবালয় মন্দির , আদি ত্রিপুরা পাড়া কালী মন্দির , কুড়াদিয়া ছড়া শারদীয় দুর্গাপুজা মন্ডপ সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন । এসময় বিভিন্ন মন্ডপের পুজা উদযাপন কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন কালে জাতি- ধর্ম- বর্ণ-সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে গিয়ে সম্প্রীতির পানছড়ি গড়ার প্রত্যাশা ব্যক্ত করে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভুইয়া, পিএসসি বলেন, দুর্গাপুজায় সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর দিক নির্দেশনায় টহল, পূজা উদযাপন পরিষদের সেচ্ছা সেবক নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন। উৎসব উৎসবের মতোই হোক , আমরা আপনাদের পাশে আছি। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।
এ সময় কুড়াদিয়া ছড়া পুজা উদযাপন কমিটির সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি বাজার দেবালয় মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি বিমান কান্তি দে সহ বিভিন্ন মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যে কোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাঁধ মিলিয়ে কাজ করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।