ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেভায় একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২৫ বছর বয়সি এক তরুণী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা প্রদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

বেয়ারশেভা শহরটি সাধারণত শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। তাই এ ধরণের সহিংস হামলা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

এ ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে নিরাপত্তা বাড়িয়েছে এবং হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে। সূত্র: টাইমস অব ইসরাইল