রাজধানীর আদাবর এলাকায় ভূমি দস্যু এবং মামলাবাজের সন্ধান পাওয়া গেছে। তার নাম আবুল হোসেন ওরফে হাতি হাসেম।
সরেজমিন পরিদর্শন করে জানা যায় যে, হাতি হাসেম ও তার বাবাকে গরু চুরি ও এলাকায় অন্যের জমি দখল করার কারণে আদাবর পঞ্চায়েত তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে। এ সময় তারা অন্যত্র যেয়ে বসবাস করতে থাকে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে সিটি কর্পোরেশন নির্বাচনে হাশেম আদাবর এলাকার কাউন্সিলর প্রার্থী হয়। নির্বাচনে তিনি ব্যাপক ব্যবধানে পরাজিত হন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আদাবর এলাকা থেকে বিতাড়িত হয়। দীর্ঘ ১৬ বছর পরে আবার তিনি আদাবরে এসে ভাইস্তা বিকাশের সাথে এলাকায় এসে এলাকার দখলের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন আদাবর এলাকায় যেসব বিএনপি নেতারা আন্দোলন সংগ্রামে ছিল হাতি হাসেম এসেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ হাশেম মামলা দিয়ে তার বোন ভগ্নিপতি ভাতিজা এলাকাছাড়া করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অনেকের নামেই তিনি মামলা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান যে মামলার আসামি ওই মামলায় হাসেম তার আপন ভাতিজাকে আসামি করেছে ।

নিরীহ লোকদেরকে মামলা দিয়ে হয়রানি করে জমি দখল করাই এখন তার মূল লক্ষ্য বলে এলাকা বাসি অভিযোগ করে।আদাবর এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায় আওয়ামী লীগ সরকার পতনের পরে হাসেম দলবল নিয়ে এলাকায় এসে ত্রাসের সৃষ্টি করেছে। হাশেম এখন এলাকার মাদক সম্রাট। নিজস্ব লোক গিয়ে তিনি এলাকায় মাদক বেচাকেনা করাচ্ছেন বলে অভিযোগ আছে।

হাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নাই। কয়েকদিন আগে হাশেমের বিরুদ্ধে এলাকাবাসী জুতা ও ঝাড়ু মিছিল করেছে।
এ ব্যাপারে হাশেমের নাম্বারে ফোন দিলে তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেন নাই।