সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা।

শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবেও ছিলেন জয়।

আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ওই দুজনের সাজা স্থগিতের বিষয়ে করা আবেদন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ এর ১ ধারা অনুযায়ী এই সাজা স্থগিত করা হয়েছে।

২০১৫ সালে করা এ মামলায় গতবছরের ১৭ অগাস্ট শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি বিচারিক আদালত।