কন্যা দিবস-শেখ সেলিনা আক্তার প্রিয়া

কন্যা দিবস কোনো আলাদা দিবস কি?
আমার একটা খোদার আর্শীবাদ স্বরূপ কন্যা আছে,
আমি তাই তো পূর্ণতায় পূর্ণ আছি,
রাব্বুল তুমি সুখে রেখো আমার কন্যা কে,
এই মননেই সর্বদাই হয় মায়ের আর্জি।

প্রবাহমান সময়ের গতিতে কন্যা,
দিনে দিনে একটু একটু করে হচ্ছে বড়,
নিয়তির বিধান মতো চলে যাবে পরের ঘর,
মায়ের মন সেই কথা ভেবে হয় ভারাক্রান্ত ব্যাকুল,
আমার কন্যা কি তাহলে হবে আমার পর!

রাব্বুল তোমার এ কেমন উইল,
মায়ের কলিজা ছেঁড়া কন্যা হয় পরের ফল,
সারাজীবন বয়ে বেড়াতে হয় নিয়তির কর্মফল,
কন্যা কে মোর সততায় ও নিষ্ঠায় রেখো মাবুদ
হয় না যেন বিফল,
কন্যা আমার সুখের ফোয়ারা নিয়ে থাকুক সদা চঞ্চল,
কল্পবিলাসে গড়া সাঁঝবাতি গুলো হয় যেন সফল।

কন্যা আমার জান্নাতুল ফেরদৌস জুঁই,
আলোর রোশনাই নিয়ে সফলতার আকাশটা যেন ছোঁয়,
আমিও বাবা-র আদরের কন্যা, মেয়েও আমার তাই,
বর্ষণমন্দ্রিত নিকষ রজনী পেরিয়ে সম্ভাবনার সোনালি দিন
অর্জিত হোক এ দোয়া চাই!