গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আজ শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সহিংসতার সময়ে ৮৭টি স্থায়ী ও সড়কের পাশে ভ্রাম্যমাণ ৯৪ ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে যাওয়া হয় ২৬টি দোকানের মালামাল। এছাড়া পরিবহন ও ব্যাটারিচালিতি ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলসহ ২০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, সহিংসতায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০ টন চাল এবং দুই লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ করা হবে। ’

এদিকে রাঙামাটি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘অপরাধীদের কোনো ক্ষমা নেই। সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় নিতে পুলিশ কাজ শুরু করেছে।’