মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলায় শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে মুসলমানদের কোনো আপস নেই। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় কটূক্তিকারীর ফাঁসির দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মাওলানা মনসুরুল, আব্দুল কাইয়ুুম, মাওলানা আবুল হোসাইন, মুফতি কামরুজ্জামান, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা কবির আহমেদ প্রমুখ।