ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুর থেকে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেলকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল আহসান হিমেল চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, হত্যাসহ চান্দগাঁও থানায় ৩টি মামলা রয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল আহসান হিমেল এক দালালের মাধ্যমে মহাদেবপুর উপজেলার পাশ্ববর্তী ধামইরহাট উপজেলার সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার দেওপাড়ায় অবস্থান করছিল, সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।#
আজাদুল ইসলাম, মহাদেবপুর, নওগাঁ।