ভারতের বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জীবিতপুত্রিকা’ চলাকালে নদী ও পুকুরে ডুবে মারা গেছেন ৪৩ জন। তাদের মধ্যে ৩৭ জনই শিশু। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিহারের রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে।

জীবিতপুত্রিকা এমন এক উৎসব, যেখানে নারীরা তাদের সন্তানের মঙ্গলের জন্য উপবাস করে থাকেন এবং পরে উভয়ই ‘পবিত্র স্নান’ করেন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ‘এখনো পর্যন্ত ৪৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে।’ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন।

গতকাল বুধবার অনুষ্ঠিত এই উৎসবে রাজ্যের ১৫টি জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। যেসব জেলার এই দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে আছে- পূর্ব ও পশ্চিম চম্পারন, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ ও আরওয়াল জেলা।