অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক বিল ক্লিনটনকে বাংলাদেশে সংগঠিত বিপ্লবের গ্রাফিতি-চিত্র উপহার দিলেন।

বিভিন্ন ধরণের বৈপ্লবিক গ্রাফিতি সংবলিত এ আর্টবুকে রয়েছে ছাত্র-জনতার বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি। এ আর্টবুকের নাম রাখা হয়েছে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’।

গতকাল মঙ্গলবার ড. ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বিল ক্লিনটনের হাতে এ গ্রাফিতি তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ড. ইউনূস।

এ বই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।