গত ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাংগামাটি পার্বত্য জেলায় সাম্প্রদায়িক হামলায় নিহতদের স্বরণে

নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে মহালছড়ি দূরছড়ি মুখ বিহারে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন মহালছড়ি শাখা এর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এই সময় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের মহালছড়ি উপজেলার উপদেষ্টা তুষণ চাকমা। এই সময় তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক হামলার তদন্ত দাবি সহ খুনীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য গত ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পার্বত্য জেলায় সাম্প্রদায়িক হামলায় খাগড়াছড়ি জেলার তিনজন ও রাংগামাটিতে ১ জন সহ মোট ৪ জন নিহত হয়। নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলার ধনরঞ্জন চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০) এবং রাংগামাটি জেলায় অনিক চাকমা(২১) নিহত হন।