শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেছেন, ‘রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’

আজ সোমবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। এরপর দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির

এনপিপি জোটভুক্ত দল জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) প্রধান অনূঢ়া বলেন, ‘আমি বাজিকর, জাদুকর নই। কিছু জিনিস আছে, যা আমি জানি। আবার কিছু জিনিস আছে, যা আমি জানি না। তবে আমি সর্বোত্তম পরামর্শ চাইব। আমি আমার সেরাটাই করব। এর জন্য আমার সবার সমর্থন প্রয়োজন।’

এর আগে অনূঢ়া দেশটির রাজধানী কলম্বোর ঔপনিবেশিক যুগের প্রেসিডেনশিয়াল সচিবালয়ে এই শপথ নেন। আত্মস্বীকৃত মার্ক্সবাদী ৫৫ বছর বয়সী অনূঢ়াকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানে আইনপ্রণেতা, বৌদ্ধ ধর্মযাজক, সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।