বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন।

এরপর নির্বাচনে সভাপতি পদে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। এবার সভাপতির আরেক প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।

দেশের একটি পাঁচ তারকা হোটেলে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এমনটা জানান তাবিথ নিজেই। তিনি বলেন, ‘এতদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’

তাবিথ সভাপতি পদে এবারই প্রথম লড়তে যাচ্ছেন। এর আগে ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ে বাফুফের সহ-সভাপতি হয়েছিলেন তিনি। কিন্তু সবশেষ ২০২০ সালের নির্বাচনে হেরে যান এই সংগঠক।