গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মহানগরের গাজীপুরা এলাকায় ছাত্র হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতের নাম শাহ আলম (৪৯)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকার মৃত অলিউল্লাহর ছেলে।

র‌্যাব-১’র ওই কর্মকর্তা বলেন, ছাত্রদের বৈষম্য/কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য দেশব্যাপি ছাত্র-জনতার উপর ধ্বংসাত্মক হামলা চালায় সন্ত্রাসীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র জনতার উপর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ আগস্ট গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকায় এক ছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তুরাগ থানাধীন নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীয় ১৫ নং আসামী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুইটি এটিএম কার্ড, দুইটি শপিং কার্ড এবং নগদ-২,৭৩০টাকা উদ্ধার করা হয়।