বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুদি দোকানদার মোঃ আলমগীর হোসেন মোল্লা (৪৩) এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপালকাঠি গ্রামের শহীদের নিজ বাড়িতে যান তিনি। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সুরাহ সদস্য ও যুব বিভাগের জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট সদর মডেল থানার ওসি মো,সাইদুর রহমান,বিএনপি নেতা ওয়াসিমুল আজিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল মল্লিক,ঠিকাদার ও বিএনপি নেতা মোঃ কামাল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে পুলিশ সুপার ও রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় পুলিশ সুপার শহীদ পরিবারকে সব ধরনের সহযোগীতার কথা জানান তিনি।
উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদানকারী যোদ্ধা ঢাকা মেরুন বাড্ডা এলাকার মুদি দোকানদার মোঃ আলমগীর হোসেন মোল্লাকে পুলিশ মিছিলে গুলি করে। তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৮ আগস্ট গভীর রাতে না ফেরার দেশে চলে যান।শহীদ মোঃ আলমগীর হোসেন মোল্লার দুইটি পুত্র সন্তান,এক কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।