খাগড়াছড়ি: সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক মহালছড়িতে ইয়ুথ গ্রুপের ৩ (তিন) দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ই সেপ্টেম্বর(মঙ্গলবার) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদ অডিটরিয়ামে তৃণমুল উন্নয়ন সংস্থার আয়োজনে ও আস্থা প্রকল্পের আওতায় মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের ৩ দিনব্যাপী সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক ইয়ুথ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয় । প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়। সমাপনী বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মি; ধনেশ্বর দেওয়ান।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন তৃণমুলের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মি: ধনেশ্বর দেওয়ান, ফিল্ড ফিল্ড এসোসিয়েট মিজ সোনিয়া দাস এবং ইনা চাকমা। প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৪ টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন (পুরুষ-১৫, নারী-১৫)।
এই প্রশিক্ষণের মাধ্যমে আস্থা প্রকল্পের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবনমান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে, আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগীতায় এবং রূপান্তরের নেতৃত্বে তৃণমুল খাগড়াছড়ি জেলায় ৯ টি উপজেলাতে বাস্তবায়ন করছে।