স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের সাতৈর সিনিয়র আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি পদে আওয়ামী লীগের এক লোককে বসানোর প্রতিবাদ করায় বিএনপির একটি গ্রুপ প্রতিপক্ষ গ্রুপের বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন (৫৪) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সময় সাতৈর বাজারের মোঃ ইউনুসের দোকানের মধ্যে এ ঘটনা ঘটে। সৈয়দ টুটুল ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মৃত সৈয়দ ইকবাল হোসেনের ছেলে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সাতৈর সিনিয়র আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি করার জন্য তোড়জোড় শুরু করে সাবেক সংসদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ঘটনাটি জানাজানি হলে এর বিরোধিতা করেন স্থানীয় বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা ১১টায় খন্দকার নাসিরুল ইসলামের আপন ভাই সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলামের নেতৃত্বে মোঃ আব্দুস সালাম, মোঃ ইমরান হোসেন, মোঃ জাফর মিয়া, মোঃ এনায়েতসহ প্রায় ২০/২৫ জনের একটি দুবৃর্ত্বদল তার উপর হামলা চালায়। দুবৃর্ত্বরা দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে টুটুলকে মারাত্মক রক্তাক্ত জখম করে এ সময় তার পকেটে থাকা নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণের চেইন, দুইটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে সৈয়দ টুটুল হোসেন বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।