বিয়ের একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বিয়ে বাড়ির আনন্দে কান্নায় পরিণত হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের সাজেদুর রহমান (২৪) বিয়ের জন্য ঢাকা হতে বাসায় আসেন। এবং গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিয়ে সম্পন্ন করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বৌভাতের দিন বৌভাতেরর অনুষ্ঠানের জন্য দই নেওয়ার জন্য বাড়িতে অতিথিদের রেখে আত্রাই গেলে আর ফেরা হয়নি বর সাজেদুর রহমানের।
উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাজেদুর রহমান (২৪)। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে নেমেছে শোকের ছায়া।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কুশাতলা এলাকায় আত্রাই-বান্দাইখাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মোঃ খালেদ বিন ফিরোজ
নওগাঁ প্রতিনিধি