কয়েক দফা রিমান্ড শেষে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের একটি মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফীর ৮ দিনের রিমান্ডের পর সভার থানার একটি হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুরর করেছে আদালত।

আজ বৃহম্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

সাভার থানার ইয়ামিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল্লা বিশ্বাস এ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় আসামি এজাহারনামীয় ১৬ নং আসামী। ঘটনার গত ১৮ জুলাই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাশে সশস্ত্র অবস্থায় পাশাপাশি অবস্থান নিয়ে মহাসড়কের ফুট ওভার ব্রীজের নীচে শহীদ শাইখ আস-হা-খুল ইয়ামিনকে ঘরে টেনে পুলিশের সাজোয়া যানের অতি নিকটে নিয়ে বুকের বামপাশে গুলি করে। বন্দুকের গুলিতে বুকের বামপাশে ঝাজরা হয়ে যায়। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যগন গুরুত্বর আহত আমিনকে টেনে পুলিশের সজোয়া যানের উপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিন করতে থাকে। এভাবে প্রদক্ষিনরত অবস্থায় কিছু সময় পর হয়। এরপর চলন্ত গাড়ি থেকে ইয়ামিনকে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় মৃত অবস্থায় ফেলে দেয় এবং সাজোয়া যানের ভিতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে শাইখ আস-হা-বুল ইয়ামিনের পায়ে পুনরায় গুলির নির্দেশ দেয়। ঐ পুলিশ সদস্য দেখানোসহ শাইব আদ-হা-বুল ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে পিচ ঢালা রাস্তার উপরের একপ্রান্ত খেকে অপর পান্তে টেনে নিয়ে রোড ডিভাইডেডার এর পাশে ফেলে দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশে ইয়ামিনকে গুলি করে হত্যা করা হয়া। তাই এ আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এবং বিএনপির পক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন। আর আসামি পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ডের বিরোধীতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন অপহরণের পর মুক্তিপণ আদায়ের ধানমন্ডি থানার মামলায় আব্দুল্লাহ হিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে সে মামলায় তাকে আদালতে হাজির করা হলে সিএমএম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে হাসানুল হক ইনুকে ৩ দফায় ১৬ দিন, মেননকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে, পলককে ৩ দফায় ২৩ দিনের এবং মানুমকে ৮ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ আসামিদের রিমান্ডে নেওয়া মামলাগুলোয় কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেমন, পলক ও মামুনকে গ্রেপ্তার দেখানো আবেদন করা হয়। এছাড়া খিলগাঁও থানার আরেক হত্যা মামলায় এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় শুধু আসামি মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

ঢাকার মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে কাফীর মামলার অভিযোগে বলা হয়, এ আসামি ধানমন্ডি জোনে অতিঃ উপ-পুলিশ কমিশনার পদে নিয়োজিত থাকাকালে মামলার অপর আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া এবং আসামি মাইনুদ্দিন কাজলসহ অজ্ঞাত নামা ১০/১২ জন মিলে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদী ইঞ্জিনিয়ার আরিফ মাঈন উদ্দিনকে অপহরন করে। অতঃপর তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবার থেকে মুক্তিপন আদায় করে।

গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর পর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৮ সেপ্টেম্বর দুই দফা ১২ দিনের রিমান্ডের পর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আর গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ২৭ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

অন্যদিকে পলক গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেপ্তার হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আর আসামি মামুন গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্যবিরোধী কোটা আ আদালত। একই সঙ্গে রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।