বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের- জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন বিকালে তাকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর লালবাগ থানায় সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা রিমান্ডের জোর দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬শে আগস্ট বিকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। পরদিন তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে গত ৩রা সেপ্টেম্বর ইনুকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে মো. সুজন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় তাকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। এবার তৃতীয় দফায় তাকে রিমান্ডে নেয়া হলো।