গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মোবাইল সহ ইয়াবা ও গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় এক কারারক্ষীকে আটক করে পুলিশে দিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’এ এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ও ই কারারক্ষীর নাম সবুজ হাসান (২৪) । সে ঢাকা জেলার ধামরাই উপজেলার চর ডাউটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কারারক্ষী সবুজ মিয়া আরপি গেইট দিয়ে বাইরে বেরিয়ে এক নারীর কাছ থেকে একটি বাজারের নেন। এসময় কারাগারের আরপি গেইটে দায়িত্বরত কারারক্ষীরা বিষয়টি দেখে গেইট দিয়ে প্রবেশর সময় তাকে তল্লাশি করতে চাইলে সে মোটরসাইকেল নিয়ে দ্রুত ব্যারাকে চলে যান। পরে তিন কারারক্ষী তার ব্যারাকের বাথরুমের ফলস ছাদের ওপরে থেকে ব্যাগটি উদ্ধার করে জেলারের কক্ষে নিয়ে যান। পুলিশ ও জেলারের সামনে ব্যাগটি খুললে ব্যাগে ১০ প্যাকেটে ৯৬০ গ্রাম গাঁজা, ৯৭ পিস ইয়াবা এবং মোবাইল ফোন পাওয়া যায়। পরে ওই কারারক্ষীকে কোনাবাড়ি থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কারগার থেকে কারারক্ষী সবুজ হাসানকে থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।