বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি। অবশেষে ‘আত্মগোপনে’ থাকা মুফতি রুহুল আমীনের অবস্থান জানা গেল।
জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকারররমের খতিব হিসেবে নিয়োগ পান রুহুল আমীন। গোপালগঞ্জে বাড়ি হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ২৬ জুলাই থেকে বায়তুল মোকাররমে আসেননি রহুল আমীণ। কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত ২৯ আগস্ট তাকে নোটিশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। এর জবাব দিতে তাকে সাতদিন সময় বেঁধে দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর এ শেষ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রহুল আমীন বর্তমানে গোপালগঞ্জে রয়েছেন। তিনি জেলাটির গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই মাদ্রাসার শিক্ষক ও রুহুল আমীনের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, রুহুল আমীন অসুস্থ। তিনি পরিপূর্ণ বিশ্রামে রয়েছেন।