টাঙ্গাইলের নাগরপুরে মাদক নিয়ে দ্বন্দ্বেচাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে মো. তালেব নামের এক যুবক। পরে জনতার পিটুনিতে মারা গেছেন তালেব।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া পূর্বপাড়া (কাতার মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আ. ছাত্তার (৫০), মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮) ও বাসি মিয়ার ছেলে মো. তালেব (২৫)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, ধুবড়িয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে আসাদুল কাতার মার্কেটের সামনে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের বাসি মিয়ার ছেলে মো. তালেব ঘটনাস্থলে আসে। পরে দুজনের মধ্যে কথা কাঁটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব ছেনি দিয়ে আসাদুলকে কোপাতে থাকে। এ সময় আসাদুলের চাচা আ. ছাত্তার বাধা দিলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আ. ছাত্তার ও আসাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।