গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

কাউন্সিলরের বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে ৭-৮ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত তিনতলা বাড়ির নীচতলার জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা বিভিন্ন ঘরে কাউন্সিলরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা আলমারি ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১২ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলর মনির হোসেন মন্ডলের পরিবারের পক্ষে তার মামা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ব্যবসা দখলের জন্য প্রতিপক্ষের সশস্ত্র লোকজন তার ভাগিনা কাউন্সিলর মনির হোসেন মন্ডলকে হত্যার উদ্দ্যেশে গ্রীল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তারা মনিরকে না পেয়ে আলমারী ভেঙ্গে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জিএমপি’র কাশিমপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গতরাতে কাউন্সিলর মনির হোসেন মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।