রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকটা দারুণভাবে রাঙিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোল করেন তিনি। তবে লা লিগার প্রথম তিন ম্যাচে জ্বলে উঠতে পারেননি বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। অবশেষে ঘুচল সেই অপেক্ষা।

এমবাপ্পের জোড়া গোলেই এবার রিয়াল বেতিসকে ২-০ গোলে হারাল রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ২৫ বছর বয়সী এমবাপ্পে। দ্বিতীয়টি পেনাল্টি থেকে। এক ম্যাচে পর লিগে জয়েও ফিরল রিয়াল।

ম্যাচের ৬৭তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে। বাঁ দিকে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে রদ্রিগো বক্সের বাইরে খুঁজে নেন ভালভের্দেকে। উরুগুয়ের এই ফুটবলারের ব্যাকহিল ফ্লিকে ক্ষিপ্রতায় ভেতরে ঢুকে ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে।

স্পট কিক থেকে ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিউসকে বেতিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারেয়াল। একমাত্র দল হিসেবে আসরে প্রথম চার ম্যাচ জয়ী বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।