নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোম্পানিটির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি।

পলাশ থানার ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের ২টি এবং মাধবদী ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করছে।

অফিসার সাদেকুল বারি কালবেলাকে জানান, এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

তিনি জানান, তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।