শফিকুল ইসলাম : বুধবার (২১ আগস্ট) এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকদের পদত্যাগে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া। ঘোষিত আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করলে অধিদপ্তর ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে ফেসবুকে এক বার্তা’র মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

জানা গেছে, বেধে দেওয়া সময়ের মধ্যে মাউশির মহাপরিচালক ও অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে  শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে পরের দিন অর্থ্যাৎ আগামী বৃহস্পতিবার মাউশি ঘেরাও করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, ২১/৮/২০২৪ ইং তারিখে মধ্যে দুর্নীতিবাজ এসব কর্মকর্তারা পদত্যাগ না করলে অধিদপ্তর ঘেরাও করা হবে। শিক্ষা প্রশাসনে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্যতা নিশ্চিত করতে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অতিসত্বর পদত্যাগ করা জরুরী। পূর্বের সরকারের লেজুড়বৃত্তি করা এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।