রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টস হতে অনেক বিলম্ব হয়েছে আজ। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টসই হয়েছে বিকেল তিনটায়।

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জয়ের পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান দুই দিন আগে একাদশ ঘোষণা করলেও টসের পরই একাদশ ঘোষণা করল পাকিস্তান।

ইনজুরি আক্রান্ত ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। পেসারদের মধ্যে খালেদ আহমেদ বাদ পড়েছেন, তার জায়গায় খেলছেন দীর্ঘদেহী আরেক পেসার নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।