লেবাননের ভূখণ্ড থেকে মঙ্গলবার গভীর রাতে উৎক্ষেপণ করা পাঁচটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরাইলে প্রবেশ করার পরে পশ্চিম গ্যালিলে সাইরেন বেজে উঠে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইসরাইলের ওয়াইনেট নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ওয়াইনেট নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোনো জনবসতিপূর্ণ এলাকায় অবতরণ করেনি এবং এতে কোনো ক্ষতিও হয়নি।

এটি আরো জানিয়েছে, সবমিলিয়ে মঙ্গলবার উত্তর ইসরাইলে হিজবুল্লাহ ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে- গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ গত সোমবার জানিয়েছে, গ্যালান্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। ফিলিস্তিনের সামা বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা করেছেন যে- আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরাইল মেনে নিয়েছে; এখন হামাসকে একই কাজ করতে হবে।

এর আগে, ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে।
সূত্র : আল-জাজিরা