কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ। তিনি বলেন, ‘সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সকল মানুষের মতোই আমি উদ্বিগ্ন। সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা, চিন্তার স্বাধীনতা থাকবে, যা ক্ষুণ্ন হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে অশান্তি পরিস্থিতি বিরাজ করছে। শত শত প্রাণহানির ক্ষত তৈরি করেছে। বিবেককে নাড়া দিয়েছে, যে কারণে আমি ডিবিতে এসেছি।’

সোহেল তাজ বলেন, ‘আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে, ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবিতে রাখা হয়েছে গ্রেপ্তার হিসেবে, নাকি সেফ কাস্টডি। সেফ কাস্টডি হলে দেখা করতে চাই। আর যদি গ্রেপ্তার হয়, তাহলে আমার কোনো প্রশ্ন নেই। জবাবে হারুন অর রশীদ বলেছেন, “৬ সমন্বয়কারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই হেফাজতে আনা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়া যাবে না”।’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তখন তাকে বলেছিলাম, ৬ সমন্বয়কারী কি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল? জবাবে তিনি বলেন, “আমরা তাদের মনিটরিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছিলাম, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে”। ৬ সমন্বয়কারীকে কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে—প্রশ্নের জবাবে হারুন সাহেব বলেছেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবে তখনই”।’

আন্দোলনে ক্ষয়ক্ষতির বিষয়ে সোহেল তাজ বলেন, ‘কোটা আন্দোলনে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, তা কিছুই না। কারণ সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো গড়ে নেওয়া যাবে। একটি প্রাণ কি ফেরত পাব। প্রাণের মূল্য কোটি কোটি টাকার বেশি।’

শিক্ষার্থীদের উদ্দেশে সোহেল তাজ বলেন, ‘আশা ছাড়া যাবে না। ধৈর্য ধরতে হবে। এই দেশটা তোমাদের। তোমাদেরই এই দেশ গড়তে হবে। সুসময় আসবে।’