কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
গত শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাদা পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের সিআইডি ও ডিবি পুলিশের পরিচয় দিয়েছিল বলে জানাচ্ছে পরিবার।
রোববার সকালে তার পরিবার ডিবি কার্যালয়ে গেলেও সেখান থেকে জানানো হয় আরিফ সোহেল তাদের কাছে নেই। ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছয়জন যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও আরিফকে দেখা যায়নি।
সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল জানান, ‘ভাইয়াকে যখন ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে। কিন্তু তখনই তার ফোন নিয়ে নেয়। আমরা ফোনেও তাকে পাইনি। ডিবি কার্যালয়ও বলছে নেই। ওর ব্যাপারে কোনো তথ্য পাইনি।’
আরিফ সোহেলকে আটকের বিষয়টি সাভারের আশুলিয়া থানা থেকেও এখনো নিশ্চিত করা যায়নি।
সূত্র : বিবিসি