সরাকরি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Pause

Mute
Remaining Time -14:17

Close PlayerUnibots.com
আজ সোমবার বৈঠক শেষে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে এখন পর্যন্ত ১৪৭ জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সহিংসতায় কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্নভাবে এ তথ্য জানা গেছে।’

তবে সাংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা আজও আন্দোলন করছেন।