বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন অপর সমন্বয়ক সারজিস আলম। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সারজিস আলম বলেন, আসিফ মাহমুদ জানিয়েছেন, কে বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল। ছাড়া পাওয়ার পর শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আসিফ মাহমুদ। তবে গত চার দিন ধরে তার সঙ্গে অন্যদের কোনো যোগাযোগ ছিল না। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদের সন্ধান দাবি করেন তার বাবা বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদকে গত ১৮ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।