সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
তবে সরকারের সঙ্গে আন্দোলনকারীরা আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তার মতে, এই সংলাপের চেয়ে মৃত্যু ভালো।
আইনমন্ত্রীর বক্তব্যের পর ফেসবুকে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘গুলির সাথে কোন (কোনো) সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’