সকাল থেকেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন। এরপর দুপুর ১২ আগে কোটাবিরোধী দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে এলে কোটাবিরোধী-মুক্তিযুদ্ধ মঞ্চকে মুখোমুখি অবস্থানে দেখা যায়। এ সময় একপক্ষ আরেকপক্ষকে দেখে উত্তপ্ত স্লোগান দেন।

তবে কোটাবিরোধী দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল শাহবাগ মোড়ে আসার পর পুলিশের অনুরোধে ওই এলাকা ছেড়েছে মুক্তিযুদ্ধ মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন।

তবে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের মাইকে হাইকোর্টের সামনে অবস্থান নেওয়ার জন্য বলা হয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, আমরা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অবমাননা, এ দেশের পতাকার অবমাননা মেনে নেবো না। আমরা আমরণ দাবি আদায় করে ছাড়বো। মুক্তিযোদ্ধাদের অধিকার কোটা বহাল রাখতেই হবে। আমরা এখন হাইকোর্ট মোড়ে চলে যাবো। আমরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবো।

এরপর আবারো একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেন মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনগুলো।

এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আগামী ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।

এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিবাদকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে।’

বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে ভিসিদের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।