পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এর বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ এর অভিযোগ করেছেন অভিবাবকরা। ১০১৪৬৫ নং ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে নিয়োগ বিধি ও পরিপত্র বহির্ভ‚তভাবে নিয়োগ নিয়েছেন বলে অভিযোগ তাদের। জানাযায়, ২০১৬ সালের ডিসেম্বর মাসের ০৩ তারিখে ম্যানেজিং কমিটির সভায় ১৭/১৬ নং রেজুলেশনে জ্যোৎ¯œা রানী মন্ডলকে বাদ দিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ৬ষ্ট তম সহকারী শিক্ষক (গণিত) শংকর দেউরীকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাচিবিক দায়িত্ব অর্পণ করা হয়। যা এই রেজুলেশন ০৬-০৬-২০১১ ইং তারিখের স্মারক নং শিম/শা: ১১/০৩-০৯/২০১১১/২৫৬ পরিপত্রকে অনুসরণ করেনি। ১৯৬৩২১ নং ইনডেক্সধারী জ্যোৎ¯œা রানী মন্ডলের জন্ম তারিখ ২৭-০৪-১৯৫৯ খ্রি:, পক্ষান্তরে ২৯৪৫১৯ নং ইনডেক্সধারী শংকর দেউরীর জন্ম ১৫-০২-১৯৭৬ খ্রি.। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বটি জনাব শংকর দেউরীকে দেওয়া বিধি বহির্ভ‚ত হয়ছে। ২০১৭ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে মোহাম্মদ জাহিদুল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক পদে বাছাই কমিটির সুপারিশ অনুমোদন করেন এবং এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। পরে ঐ একই বছরের জানুয়ারি মাসের ১৮ তারিখের ম্যানেজিং কমিটির ০২/১৭ নং সভায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ১৭-০১-২০১৭ ইং তারিখে একই রেজুলেশনে পদত্যাগ ও যোগদান দেখানো হয়। ০২/১৭ নং সভায় জাহিদুল ইসলামকে কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয় যা প্রবিধানমালা ২০০৯ এর ৩৫ ও ৩৬ ধারা অনুসরণ করেনি বা হয়নি। ফলে উক্ত গৃহীত সিদ্ধান্ত সম‚হ বৈধ হয়নি। নিয়োগ প্রক্রিয়া বিধি বহির্ভ‚ত হওয়ায় প্রবিধান মালা ২০০৯ এর ৩৬ (২) ধারা মোতাবেক গৃহীত সকল সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর হয়েছে। এ কারণে তিনি অবৈধভাবে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন যা সম্প‚র্ণ আইনের লঙ্ঘন ও নিয়োগ বহির্ভ‚ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম হাওলাদার বলেন, মোঃ জাহিদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে সমস্ত রেজুলেশন করেছেন সবগুলো কোরাম বিহীন। তিনি জৈষ্ঠতম শিক্ষক জনাব জ্যোৎস্না রানী মÐলকে বাদ দিয়ে সহকারী শিক্ষক শঙ্কর দেউরী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন তা সম্প‚র্ণ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র পরিপন্থী। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, তৎকালীন সময় ম্যানেজিং কমিটি যা করেছে তা নিয়ম মেনেই করেছে এ ব্যাপারে নিয়মের কোন ব্যতয় হয়নি। পিরোজপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় বালার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
১৩০০ কোটি টাকার সৌদি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ “শপআপ”
বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি জোট বেধে গঠন করলো সিল্ক গ্রুপ। এর ফলে...
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা...
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের...
এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫
বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি, দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং...