কংগ্রেসের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের মাঝে জর্ডানে মার্কিন সৈন্য সংখ্যা দুই দশকের মাঝে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ জুন কংগ্রেসকে অবহিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডানের হাশেমাইট কিংডমে ৩ হাজার ৮১৩ জনকে মোতায়েন করেছে। এর মধ্য দিয়ে ডিসেম্বর থেকে সৈন্য সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে যেকোনো সময়ের তুলনায় সৈন্যের সংখ্যা বেশি। মার্কিন সৈন্যের মাত্রা ওই সময়ে রিপোর্ট করা হয়েছে।

সৈন্য সংখ্যা বৃদ্ধি গাজার উপর ইসরাইলের যুদ্ধের সাথে মিলে যায়। এতে তুলনামূলকভাবে স্থিতিশীল জর্ডান রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

উল্লেখ্য, জানুয়ারিতে জর্ডানের একটি দূরবর্তী মার্কিন সামরিক ঘাটিতে ইরাকি মিলিশিয়ার একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়।

সূত্র : মিডল ইস্ট আই