দক্ষিণ কুয়েতের মানগাফের একটি ভবনে আজ বুধবার আগুন লেগে অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে অন্তত চারজন ভারতীয় নাগরিক রয়েছেন।

কুয়েক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহত সবাইকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স, আরব নিউজ এবং অন্যান্য